প্রকাশিত: Fri, Jul 7, 2023 10:34 PM
আপডেট: Tue, Apr 29, 2025 12:12 AM

[১]আফগানিস্তানের বিপক্ষে সিরিজ রক্ষার ম্যাচ আজ বাংলাদেশের

সাঈদুর রহমান: [২] বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ রক্ষার লড়াইয়ে আফগানদের আজ শনিবার মাঠে নামবে টাইগাররা। দুপুর ২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে। 

[৩] এই ম্যাচে দলকে নেতৃত্ব দিবেন টাইগার ওপেনার লিটন দাস। প্রথম ওয়ানডে ম্যাচের পর বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। এরপর গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফিরেছেন তামিম। দেড় মাস ছুটি কাঁটিয়ে এশিয়া কাপের আগে দলে যোগ দিবেন তিনি। তাই তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক লিটন দাস অধিনায়কের ভূমিকা পালন করবেন। এর আগে ভারতে বিপক্ষে ওয়ানডে দলের অধিনায়কত্ব পালন করেছেন লিটন।

[৪] প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয় এবং বৃষ্টি আইনে হারলেও সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছে আছে টাইগাররা। তামিমের পরির্বতে দলে সুযোগ পেয়েছেন রনি তালুকদার। আফগানিস্তানকে হারাতে শুক্রবার দিন ব্যাপি অনুশীলন করেছে টাইগাররা। তামিম না থাকলেও এই ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। 

[৫] অন্যদিকে ঢাকা টেস্টে লজ্জার হারের পর বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারাতে মরিয়া হয়ে উঠেছে আফগানিস্তান। চট্টগ্রামে ব্যাটিং পিচে টাইগারদের ব্যাটিং বিপর্যয় ঘটিয়ে বোলিংয়ে আত্মবিশ^াসী রশিদ খানরা। সম্পাদনা: তারিক আল বান্না